কোন এক অজানা কারণে স্থগিত হয়ে গেল IBPS RRB IX Mains এর পরীক্ষা। গত ১০ই অক্টোবর ঘোষণা করা হয় যে Officer Scale I এর পরীক্ষা হবে ১৮ই অক্টোবর এবং Office Assistant এর পরীক্ষা হবে ৩১শে অক্টোবর।
কিন্তু আজ একটি নোটিশে জানিয়ে দেওয়া হল কোন এক অজানা কারণে এই পরীক্ষাগুলি স্থগিত করা হল। কারণ স্পষ্ট করে জানানো হয়নি। পরবর্তী তারিখের জন্য ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।