জিনের গঠন পরিবর্তন বা সম্পাদন (Edit) করার এক বিশেষ রাসায়নিক পদ্ধতি (Genetic Scissor) আবিষ্কার করে রসায়নে নোবেল পাচ্ছেন দুই মহিলা বিজ্ঞানী Emmanuelle Charpentier (1968) এবং Jennifer A. Doudna (1964)। পুরষ্কার মূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (ভারতীয় প্রায় ৮ কোটি)। এক্ষেত্রে পুরষ্কার মূল্য দুই ভাগ হবে।
Genetic Scissor কী? এটি একপ্রকার রাসায়নিক টুল, যার দ্বারা জিনের পরিবর্তন করা সম্ভব। এই টুলের নাম দেওয়া হয়েছে CRISPR/Cas9। এতদিন পর্যন্ত জীবদেহের কোষের জিনের পরিবর্তন করতে হলে তা ছিল অনেক সময় সাপেক্ষ, কঠিন এবং কখনও কখনও অসম্ভব। CRISPR/Cas9 Genetic Scissor ব্যবহার করে, কয়েক সপ্তাহের এখন এখন DNA এর পরিবর্তন করা সম্ভব।
মনে করা হচ্ছে, এর সাহায্যে ক্যান্সারের মত জটিল রোগের চিকিৎসা করা আরও সহজ হবে। এছাড়াও কোনও জন্মগত রোগের চিকিৎসাও এই আবিষ্কারের দ্বারা সহজ হবে বলে মনে করা হচ্ছে। ২০১২ সালে এই টুলের আবিষ্কার করেন এই দুই মহান বিজ্ঞানী, কিন্তু ২০২০ তে এই আবিষ্কারকে সর্বসমক্ষে মান্যতা দেওয়া হল।