Mutual Transfer / আপোষ বদলীর জন্য নতুন অনলাইন পোর্টাল চালু করল রাজ্য শিক্ষা দপ্তর। মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই পোর্টালের সূচনা করেন। এই পোর্টালের মাধ্যমে শিক্ষকরা নিজদের Employment ID এর সাহায্যে Login করে অনলাইনেই বদলীর আবেদন করতে পারবেন। কোন ফী লাগবেনা, কোন NOC ও লাগবেনা। পুরো পক্রিয়াটাই অনলাইনে সম্পন্ন হবে।
এখনও পর্যন্ত শুধুমাত্র মাধ্যমিক স্কুলের শিক্ষকদের জন্য এই পোর্টাল খোলা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই প্রাথমিক, উচ্চ-মাধ্যমিক সহ সকল শিক্ষক-শিক্ষিকাদের জন্যই এই পোর্টাল খুলে দেওয়া হবে।
তথ্য অনুযায়ী এই পোর্টালে ২ টি ভাগ থাকবে।
১। যদি নিজের পার্টনার আগে থেকেই খোঁজা থাকে, তাহলে তার Employment ID দিয়ে সরাসরী আবেদন করা যাবে।
২। যদি নিজের পার্টনার খোঁজা না থাকে, তাহলে এখান থেকে খুঁজেও নেওয়া যাবে।
বিস্তারিত পদ্ধতি জানতে ক্লিক করুন (Secondary School)