ব্ল্যাক হোল (Black Hole) এবং আকাশগঙ্গার উপর গবেষণা করে ২০২০ এর পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী। পুরষ্কার মূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (ভারতীয় প্রায় ৮ কোটি)। এক্ষেত্রে অর্ধেক মূল্য দেওয়া হবে বিজ্ঞানী Roger Penrose এবং এক-চতুর্থাংশ করে দেওয়া হবে বাকি দুই বিজ্ঞানী Reinhard Genzel এবং Andrea Ghez কে।
বিজ্ঞানী Penorose প্রমান করেন যে ব্ল্যাক হোল গঠণের সূত্র বিজ্ঞানী আইনস্তাইনের আপেক্ষিকতাবাদের তত্ত্বের মধ্যেই অন্তর্নিহিত ছিল। যদিও আইনস্টাইন নিজে ব্ল্যাক হোলের তত্ত্বকে অস্বীকার করেছিলেন, তিনি ব্ল্যাক হোল মানতেন না। ব্ল্যাক হোল হল এমন এক অংশ যেখানে অভিকর্ষ টান অত্যাধিক বলে ধরা হয়, এমনকী আলোর গতিপথও বাধা পায় এই ব্ল্যাকহোলে।
বিজ্ঞানী Reinhard Genzel এবং Andrea Ghez বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ এবং তার সাথে নিজেদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের আকাশগঙ্গার মাঝখানে এক শক্তির আবিষ্কার করে, যা কিনা প্রায় ৪ মিলিয়ন সূর্যের ভরের সমান। এই শক্তির মাধ্যমেই বাকি নক্ষত্রগুলি প্রচণ্ড টান অনুভব করে এবং আকাশগঙ্গার কেন্দ্রে আবর্তন করে। এটিও একপ্রকার ব্ল্যাক হোল হিসেবেই গণ্য করা হয়।